মন্তব্য
‘বায়োপিক’ সিনেমাটি প্রসঙ্গে নিজের ফেসবুকে হালের আলোচিত চিত্রনায়িকা পরীমনি লিখেছেন, ১৪ তারিখ সবসময় সৌভাগ্যের আমাদের জুটির জন্য। ‘বিশ্বসুন্দরী’ থেকে ‘বায়োপিক’! সিয়াম আহমেদ আরো একবার সহ্য করতে হবে আমাকে। অভিনন্দন অধিনায়ক সঞ্জয় সমদ্দার। আমরা আপনাকে বিশ্বাস করি। সবার ভালোবাসা অক্ষুণ্ণ রাখতে চাই। আল্লাহ ভরসা।
বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত নতুন আরো একটি সিনেমায় রোববার আনুষ্ঠানিক চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি। সিনেমার নাম ‘বায়োপিক’। নির্মাণ করবেন ছোটপর্দার আলোচিত নির্মাতা সঞ্জয় সমদ্দার। এ সিনেমায় পরীমনির বিপরীতে থাকবেন চিত্রনায়ক সিয়াম।