রাজধানীর গুলশানে নির্মাতা ও চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনির বাবা-মা হাসপাতাল থেকে ফেরার পথে তাদের বহনকারী গাড়িতে দুর্বৃত্তরা হামলা করে। এ ঘটনায় তার বাবা–মা আতঙ্কিত হয়ে পড়েছেন বলে জানান তিনি।
বুধবার (১ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন এই নির্মাতা।
ফেসবুকে হামলার শিকার গাড়িটির ছবিও শেয়ার করেছেন রেদওয়ান রনি। স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘ভয়াবহ আতঙ্কিত! ভাঙচুর করা হলো গাড়িটা। একটু আগে আব্বু-আম্মু বারডেম হসপিটাল থেকে বাসায় ফিরছিলেন, গুলশান পুলিশ প্লাজার সামনে ২০-৩০ জন হঠাৎ হামলা শুরু করে, গাড়ি ভাঙচুর করে। কয়েকটি গাড়িতে আগুনও দেয়। আমার বাবা-মা কোনদিন এরকম আতঙ্কিত পরিস্থিতিতে পড়ে নাই।’
এরপর রনি লিখেছেন, ‘দেশের অবস্থা কতটুকু ভালো বা খারাপ সেই প্রশ্ন এখন করার মন-মানসিকতা নাই। তবে একটা প্রশ্ন মাথা থেকে সরাতে পারছি না, সময় কি এতই খারাপ যে অসুস্থ মানুষ হসপিটালেও যেতে পারবে না?’
এ বিষয়ে রেদওয়ান রনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বুধবার রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে গাড়িটির ক্ষতি হলেও তার বাবা-মা নিরাপদে আছেন। বর্তমানে তারা বাড়িতেই অবস্থান করছেন।