পঞ্চগড়ে ছাত্রশিবিরের সাবেক সভাপতি গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি
০২ নভেম্বর ২০২৩

পঞ্চগড় জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নুর আলম সালেহীনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২অক্টোবর) দুপুরে সদর উপজেলার জগদল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নুর আলম সালেহীন সদর উপজেলার জগদল থুকুরি পাড়া এলাকার কাজিমউদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, নুর আলম সালেহীনের বিরুদ্ধে তিনটি নাশকতা মামলা হয়। ২০১৫ সালের এসব মামলার একটিতে সাজা হয়েছে। বাকি দুই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।  পঞ্চগড় সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন সরকার তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

 

বিডি/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর