মন্তব্য
পাবনার আটঘরিয়া উপজেলার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিদ্যালয়ের মিলনায়তনে এ সমাবেশ হয়। সমাবেশে ৬ষ্ঠ ও ৭ম শ্রেনির নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে সচেতনতা বৃদ্ধিসহ সুফল তুলে ধরা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মো. খলিলুর রহমান। স্বাগত বক্তব্য দেন- প্রধান শিক্ষক মো. আফতাব হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ম্যানেজিং কমিটির সদস্য মো. নাজমুল হক রঞ্জু, সহকারি প্রধান শিক্ষক মো. আব্দুল হালিম, সিনিয়র শিক্ষক মো. আব্দুস সবুর খান, মাহফুজা খানম, অভিভাবক মো. আনিছুর রহমান, মোছা. বিলকিস বেগম, মোছা. আমেনা খাতুন, মোছা. আনোয়ারা খাতুন প্রমুখ।
বিডি/এএইচ/সি/এমকে