দ্বাদশ জাতীয় নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
০২ নভেম্বর ২০২৩

দেশে দ্বাদশ সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় নারী-পুরুষ ও তৃতীয় লিঙ্গ মিলে ভোটার মোট ১১ কোটি ৯৬ লাখ ১৬ হাজার ৬৩৩ জন। গত ১৪ই সেপ্টেম্বরের মধ্যে ভোটার হিসেবে নিবন্ধিত নাগরিক আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন।

বৃহস্পতিবার ( নভেম্বর) ভোটার তালিকাটি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকা অনুযায়ী মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি সাত লাখ ৭১ হাজার ৫৭৯ জন, নারী ভোটার পাঁচ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার ৮৫২ জন।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর