দুই পায়ে প্যাকেট বেঁধে মোটরসাইকেলে নড়াইল থেকে ফরিদপুরের নগরকান্দায় গাঁজার বিক্রি করতে আসছিলেন নারীসহ দুইজন। পথে দহিসারা এলাকার জয়বাংলা মহাসড়কে পৌঁছালে পুলিশের হাতে ধরা পড়ে তারা। বুধবার (১ নভেম্বর) বিকালে তাদের আটক করা হয়।
আটক ২জন হচ্ছে- নড়াইল সদর উপজেলার মীর্জাপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী সাথী আক্তার (৩৫) ও ঝিনাইদহ সদরের বয়রাতলা গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে কামরুল ইসলাম ওরফে মনিরুল (৪৫)।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, নড়াইল থেকে সাথী আক্তার তার দুই পায়ে অভিনব কায়দায় গাঁজার প্যাকেট বেঁধে বোরকা পড়ে মোটরসাইকেলে নগরকান্দায় বিক্রি করতে এসেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জয়রাংলা মহাসড়কে অভিযান চালিয়ে সাথী ও তার সহযোগিকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তারা পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
বিডি/সি/এমকে