সংবিধানে যেভাবে বলা হয়েছে, দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সেভাবেই হবে। আর সংবিধান অনুযায়ী শিডিউল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। এর বাইরে কিছু হবে না। নির্বাচন তথা দেশের অভ্যন্তরীণ বিষয় বিদেশিদের কোনও কথা শুনবে না সরকার।
এ কথা না শোনার বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (২ নভেম্বর) সচিবালয়ে তার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে এ প্রসঙ্গ নিয়ে কথা বলেন তিনি।
নির্বাচন নিয়ে বিশ্বের অন্য কোন দেশ বাংলাদেশের পরামর্শ নেয় কি- এমন প্রশ্ন তুলে ওবায়দুল কাদের বলেন, এ দেশের নির্বাচন নিয়ে কেন তারা কথা বলবে? আর আমরা কেন তাদের কথা শুনবো?
২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশের দিনে রাজনৈতিক সহিংসতা নিয়ে জাতিসংঘরে বিবৃতি প্রসঙ্গে ওবায়দুল কাদের জানান, তাদের বিবৃতি মিসলিড করা হয়েছে। তারা ইসরায়েল, ফিলিস্তিন নিয়ে কথা না বললেও বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলেন। বাংলাদেশ নিয়ে ভাবতে হবে না তাদের।
সরকারের এ মন্ত্রী বলেন, বিদেশিদের সঙ্গে দেশের কোনও উন্নয়ন, দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়েই কেবল আলোচনা করা যায়। দেশের অভ্যন্তরীণ বিষয় তাদের কোনও কথা শোনা হবে না।
বিএনপি প্রসঙ্গে জানান, তারা নির্বাচনে না এলে নির্বাচন বন্ধ হয়ে থাকবে না। গণতান্ত্রিক ধারা ঠিক রাখতে সংবিধান অনুযায়ী নির্বাচন হবেই। নির্বাচন নিয়ে তাদের সঙ্গে পর্দার আড়ালে কোনও আলোচনা হচ্ছে না।
প্রধানমন্ত্রীর পর ওবায়দুল কাদের বিএনপিকে সন্ত্রাসীদের দল আখ্যা দিয়ে বলেন, তাদের সঙ্গে সংলাপ হতে পারে না। তাদের সঙ্গে আলোচনার প্রশ্নই আসে না।
বিডি/এন/এমকে