কয়েক সপ্তাহ জুড়ে অস্থীতিশীল আলুর বাজার। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
চলে গেছে আলুর দর। প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে ৫৫-৬৫ টাকা কেজি। এ অবস্থায় আলু আমদানির
সিদ্ধান্ত নেয় সরকার। আলু আমদানির অনুমতি দেওয়ার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে
দেশে ঢুকেছে আমদানি করা ১৮৪ মেট্রিক টন আলু। স্থানীয় বাজারে এগুলো বিক্রি হচ্ছে ৩৩
থেকে ৩৫ টাকা কেজি দরে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) এসব আলু আসছে ভারতের দিনাজপুরসহ পার্শ্ববর্তী এলাকা
থেকে। এর মধ্যে রয়েছে কাটিনাল ও ডায়মন্ড জাতের আলু।
হিলি স্থলবন্দরের আলু আমদানিকারক শহিদুল ইসলাম সময় জানান, হিলি স্থলবন্দরে
প্রথমবারের মতো আমদানি করলাম আলু। এসব আলু আমদানি করা হচ্ছে ভারতের দক্ষিণ দিনাজপুর
থেকে। প্রতিকেজি আলু বন্দরে বিক্রি করলাম ৩৩ থেকে ৩৫ টাকা দরে।
আরআই