ডোমারে জাতীয় মহিলা পার্টির কমিটি গঠন

নীলফামারী প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২৩

নীলফামারীর ডোমারে উপজেলা ও পৌর জাতীয় মহিলা পার্টির কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (০৩ নভেম্বর) বিকালে কাউন্সিলের মাধ্যমে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

উপজেলা কমিটিতে ইয়াসমিন সুলতানা সেতু সভাপতি, মোছা. লাভলী বেগম সাধারণ সম্পাদক এবং রোকসানা বানু সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।  আর পৌর কমিটিতে হাজেরা বেগম সভাপতি, রেজিনা আক্তার সাধারণ সম্পাদক এবং রুনি বেগম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

ডোমার প্রেসক্লাব মিলনায়তনে এ কাউন্সিলে জাতীয় পার্টির উপজেলা সভাপতি আসাদুজ্জামান চয়ন সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- প্রধান অতিথি নীলফামারী জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি রশিদুল ইসলাম,  জেলা জাতীয় মহিলা পার্টির সভাপতি তৌহিদা জ্যোতি, ডোমার পৌ কমিটির সাধারণ সম্পাদক হাসান চৌধুরী, জাতীয় ছাত্রসমাজের উপজেলা আহ্বায়ক গোলাম রব্বানী প্রমুখ।

 

বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে


মন্তব্য
জেলার খবর