একটি চক্র নির্বাচন আসলেই আন্দোলনের নামে দেশে সহিংসতা শুরু করে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের চেয়ারম্যান ও ৭৫'র প্রতিরোধ যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ পিন্টু। বলেন, এ সহিংসতা সমর্থন যোগ্য নয়। এ চক্র দেশের উন্নয়ন চায় না। তাদের উদ্দেশ্য শুধু রাষ্ট্রীয় ক্ষমতা দখল আর লুটপাট।
পাবনার চাটমোহরে জেল হত্যা দিবস (৩ নভেম্বর)’র আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। শুক্রবার উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে এ আলোচনা সভার আয়োজন করে চাটমোহর উপজেলা মুক্তিযুদ্ধ সংহতি পরিষদ। মুক্তিযুদ্ধ সংহতি পরিষদ হচ্ছে একটি রাজনৈতিক সামাজিক সংগঠন।
বর্তমান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বিএনপির এজেন্ডা বাস্তবায়নে ভূমিকা রাখছে বলেও মনে করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ পিন্টু। এ কারণে পিটার হাস-কে বাংলাদেশ থেকে বহিস্কারের দাবী জানান তিনি। দেশে আরেকটি ১৫ আগস্ট ঘটানোর চক্রান্ত চলছে বলেও আশঙ্কা প্রকাশ করেন এ বীর মুক্তিযোদ্ধা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাটমোহর উপজেলা মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের সভাপতি এ্যাডভোকেট এস. এম. আব্দুর রউফ। আরও বক্তব্য দেন- চাটমোহর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল হামিদ মাস্টার মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খান, পাবনা জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদ সভাপতি ডা. মো. গোলজার হোসেন, প্রবীণ শিক্ষক মো. আব্দুল গফুর, যুবনেতা আলমগীর মোহাম্মদ, এ্যাডভোকেট স্বপ্না রানী সরকার, সাংবাদিক হেলালুর রহমান জুয়েল; কে, এম, বেলাল হোসেন স্বপন প্রমূখ।
আলোচনা সভার শুরুতে শহীদ মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যরা, জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বিডি/সি/এমকে