এবারের বিশ্বকাপে বলার মতো কোনো পারফরমেন্স করতে পারেনি বাংলাদেশ। এর আগে
এশিয়া কাপেও ভরাডুবি হয় টাইগারদের। এশিয়া কাপের দলে জায়গা হয়নি মাহমুদুল্লাহর। বিশ্বকাপে
দলে জায়গা পাওয়া নিয়ে শঙ্কা ছিল। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করার দলে জায়গা
হয় তার। কিন্তু ইনজুরি কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করলেও বিশ্বকাপের দলে জায়গা
হয়নি তার।
তামিমের বাদ পড়া আর বিশ্বকাপে বাজে পারফরমেন্সের কারণে স্বাভাবিকভাবেই কোচিং
স্টাফ ও নির্বাচকদের নিয়ে প্রশ্ন প্রবল হয়েছে। তামিমের বাদ পড়া নিয়েও কম প্রশ্ন ওঠেনি।
নানা প্রশ্ন, ক্রিকেটীয় আলোচনা শেষে ঘুরেফিরে প্রশ্ন আসে কোচ চন্ডিকা হাথুরুসিংহের
ভবিষ্যৎ নিয়ে।
এ বিষয়ে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন সাংবাদিকদের সাথে কথা বলেছেন, তিনি
জানিয়েছেন এখনই কোনো সিদ্ধান্ত নয়। সামনে বাংলাদেশের আরও দুটি ম্যাচ তার আগে কোচের
প্রতি আস্থা রাখার কথাই জানালেন টিম ডিরেক্টর।
খালেদ মাহমুদের জানান, ‘বিশ্বকাপ এখনও শেষ হয়নি। আমি যদি এখনই এসব নিয়ে
কথা বলি, তাহলে দলের প্রতি ভালো মেসেজ যাবে না। কারণ, এখনও হাথুরু আমাদের কোচ হিসেবে
আছেন। সামনে আরও দুটি ম্যাচ আছে। আমাদের তার ওপর বিশ্বাস রাখতে হবে। হয়ত বিশ্বকাপের
পর বিসিবি যে কোনো সিদ্ধান্ত নেবে। কিন্তু যা হয়েছে তা নিয়ে অবশ্যই আলোচনা হওয়া উচিত।
আমাদের চিন্তা করা উচিত। আমরা এ বিশ্বকাপে কিছু করতে পারিনি। বিসিবিপ্রধান এখানে এসেছিলেন,
তিনিও হয়ত আলোচনা করেছেন নানা বিষয় নিয়ে। উনার একটা মতামত তো অবশ্যই আছে। তবে, এখন
টুর্নামেন্ট চলাকালীন এসব না বললেই ভালো। তবে সব রেখে এখন সামনের দুটি ম্যাচ জিততেই
চাই। শ্রীলঙ্কার বিপক্ষে আমি জিততেই চাই। অস্ট্রেলিয়ার বিপক্ষেও জিততে চাই। জানি অনেক
কঠিন তবুও আমরা জিততেই চাই। কোচদের কথা বাদ দিলাম, খেলোয়াড়রা এত বছর কী খেলেছে সেটা
দেখানোর উচিত ওদের।’
বিশ্বকাপে বাংলাদেশ দলের এমন পারফরম্যান্স মানতে পারছেন না সুজন নিজেও।
ক্রিকেটারদের পারফরম্যান্স দেখে তিনি নিজেও হতাশ। জানালেন সেই কথাই, ‘হার-জিত কোনো
ব্যাপার না। আমরা হারব, জিতব। কিন্তু, একসঙ্গে দলের সবাই ফল করেছে, এটি মানতে পারছি
না।’
আরআই