কিশোরগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২৩

 

বর্ণাঢ্য র‌্যালী ও  মতবিনিময় সভার মধ্য দিয়ে কিশোরগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালী বের হয়। র‌্যালী শেষে পুলিশ লাইনে মতবিনিময় সভা হয়। মতবিনিময় সভা শেষে সনদ ক্রেস্ট বিতরণ করা হয়।

 

তার আগে জেলা পুলিশের উদ্যোগে বেলুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।

 

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন- জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অর্থ) মো. মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আল আমিন হোসাইন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ, জেলা বিশেষ শাখার ডি আইও- মোমিনুল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা।

 

বিডি/মাহবুবুর রহমান/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর