হামাসের হমালার আরো ৪ ইসরাইলি সেনা নিহত

রবি
০৪ নভেম্বর ২০২৩

ফিলিস্তিনের গাজার বর্বর অভিযান চালাচ্ছে দখলদার ইসরাইল। দখলদারদের বর্বর হমালার এ পর্যন্ত হাজার হাজার শিশু নিহত হয়েছে। ধংস হয়েছে অসংখ্য বাড়িঘর। বিশ্বের পরাশক্তি সম্পন্ন এ দেশটিকে রুখে দেওয়ার চেষ্টা করছে হামাস। হামাসের পাল্টা আক্রমণে এ শুক্রবার ইসরাইলের আরো চার সেনা নিহত হয়েছেন। এরমধ্যে দুইজন মেজর রয়েছেন।

 

এছাড়া ৬টি ট্যাংক, ২টি সামরিক যান এবং একটি বুলডোজার ধ্বংস করেছে হামাসের আল-কাসসাম ব্রিগেড। এসব তথ্য জানিয়েছেন সংগঠনটির মুখপাত্র আবু উবায়দা।

 

বৃহস্পতিবার হামাস যোদ্ধাদের হামলায় যেসব ইসরাইল সেনা নিহত হয়েছে তার মধ্যে এক লেফটেন্যান্ট কর্নেল রয়েছেন। গত মঙ্গলবার থেকে গাজা উপত্যকায় স্থল অভিযান চালানোর চেষ্টা করছে দখলদার ইসরাইলি সেনারা। কিন্তু হামাসের বাধার মুখে তারা বড় রকমের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। এ পর্যন্ত মোট ২৩ সেনা নিহত হয়েছে বলে ইসরাইলের দৈনিক হারেৎজ পত্রিকা জানিয়েছে।

 

তবে কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেছেন, নিহত সেনাদের প্রকৃত সংখ্যা প্রকাশ করছে না ইসরাইল।

 

আরআই


মন্তব্য