সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ডে- উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে আলোচনা সভা হয়। তার আগে বের হয় র্যালী।
জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামেোনর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- প্রধান অতিথি সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমানউল্লাহ্ আল হাদী, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান প্রমুখ। স্বাগত বক্তব্য দেন জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আবুল কালাম বাবলা।
বক্তারা বলেন, পুলিশ জনগণের বন্ধু। জনগণের জানমাল রক্ষা করা পুলিশের দায়িত্ব। সেই দায়িত্বকে মানুষের দোরগোড়ায় নিয়ে গেছে কমিউনিটি পুলিশিং কমিটি। শহর থেকে গ্রাম পর্যায়ে এ কমিটি থাকায় এখন ছোটখাটো যে কোন বিষয় পুলিশিং কমিটির মাধ্যমে সমাধান করা সম্ভব।
বিডি/কিশোর কুমার/সি/এমকে