সালথায় জাতীয় সমবায় দিবস পালিত

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২৩

ফরিদপুরের সালথায় ৫২তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে র‌্যালী আলোচনা সভা হয়েছে। শনিবার ( নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় সমবায় অধিদফতরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়।

দিবসটির শুরুতে উপজেলা পরিষদের চত্বরে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা সমবায়ের পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি সালথা সদর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে আলোচনা সভায়  উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্ব, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম,  সালথা মহিলা সমবায় সমিতির সভানেত্রী বিশিষ্ট সমবায়ী চৌধুরী হোসনেয়ারা ইকবাল, উপজেলা সমবায় অফিসার মো. ইয়াকুব আলী, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. খায়রুল বাসার, যদুনন্দী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, শেখ ফজিলাতুন্নেছা মুজিব সমবায় সমিতির সহসভাপতি ফরহানা মুন্নী প্রমুখ।

 

বিডি/সি/এমকে


মন্তব্য
জেলার খবর