মান ও পরিমাণ ভেদে ভোজ্যতেলের দাম ২-৩০ টাকা বাড়ানো হয়েছে।আন্তর্জাতিক
বাজারে অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের দাম বাড়ায় দেশের পরিশোধনকারী মিল ও
ভোক্তাদের স্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
সোমবার (১৫ মার্চ) এই সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠকে বিষয়টি আলোচনা হয়। বৈঠকে
অভিন্ন মূল্য নির্ধারণ পদ্ধতি অনুযায়ী ভোজ্যতেলের মূল্যের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়।
সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার খোলা সয়াবিন তেল মিলগেটে ১১৩ টাকা, পরিবেশক পর্যায়ে ১১৫
টাকা এবং সর্বোচ্চ খুচরা মূল্য ১১৭ টাকা; বোতলজাত সয়াবিন তেল মিলগেটে ১২৭ টাকা,
পরিবেশক ১৩১ টাকা, এবং সর্বোচ্চ খুচরা মূল্য ১৩৯ টাকা; ৫ লিটারের বোতলজাত সয়াবিন
মিলগেটে ৬২০ টাকা, পরিবেশক ৬৪০ টাকা এবং খুচরা সর্বোচ্চ মূল্য ৬৬০ টাকা নির্ধারণ করা
হয়। এছাড়া প্রতি লিটারের পাম লুজ (সুপার) তেলের দাম মিলগেটে ১০৪ টাকা, ডিলারের কাছে
১০৬ টাকা এবং সর্বোচ্চ মূল্য ১০৯ টাকা নির্ধারিত হয়।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি ভোজ্যতেলের দাম নির্ধারণ করেছিল বাণিজ্য মন্ত্রণালয়। আগের
দর অনুযায়ী খুচরা পর্যায়ে প্রতিলিটার খোলা সয়াবিন ১১৫ টাকা, বোতলজাত ১৩৫ এবং পাম
সুপার তেল প্রতিলিটার ১০৪ টাকা এবং ৫ লিটার বোতলজাত সয়াবিন ৬৩০ টাকায় বিক্রির
সিদ্ধান্ত হয়।
এমকে