মন্তব্য
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশবাসী অগ্নিসন্ত্রাসীদের প্রত্যাখ্যান
করবে সেটাই আমার চাওয়া। যারা পুলিশ পিটিয়ে মারে, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে, তাদেরকে
জনগণ প্রত্যাখ্যান করবে। অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে যেন দেশবাসী প্রতিরোধ গড়ে তুলে।
এটাই আমার প্রত্যাশা।
শনিবার (৪ নভেম্বর) উদ্বোধনের পর মেট্রোরেলে আগারগাঁও থেকে মতিঝিল যাওয়ার
পথে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা শান্তিতে বিশ্বাস করি, শুধু দেশে নয় আন্তর্জাতিক পর্যায়েও
সকলের সাথে বন্ধুত্ব, কারও সাথে বৈরিতা নয়, এটা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যেতে
চাই।
প্রধানমন্ত্রী বলেন, নিজেকে এ দেশের মানুষের কল্যাণের জন্য উৎসর্গ করেছি।
মানুষ যখন ভালো থাকেন সেটাই আমার কাছে সবচেয়ে আনন্দের।