আন্দোলনের নামে নৈরাজ্য শুরু করেছে বিএনপি: এমপি আফতাব

নীলফামারী প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২৩

সারাদেশে ২৮ অক্টোবর থেকে আন্দোলনের নামে নৈরাজ্য শুরু করেছে বিএনপি। আবারো হরতালের নামে মানুষের ঘরবাড়ি মানুষের গাড়িতে আগুন দেওয়া শুরু করেছে। তারেক জিয়া শেখ হাসিনাকে হত্যার জন্য সন্ত্রাসী নিয়োগ করেছে।

নীলফামারীর ডোমারে সামাজিক সুরক্ষা আওতাধীন উপকারভোগী জনগনের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন নীলফামারী- আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।

শনিবার (০৪ নভেম্বর) মির্জাগঞ্জ কলেজ মাঠে এ সভার আয়োজন করে জোড়াবাড়ি ইউনিয়ন পরিষদ। জোড়াবাড়ি ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হাবিব বাবু সভায় সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন- ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সকার, হরিনচড়া ইউপি চেয়ারম্যান রাসেল রানা, সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদ আলম শান্তু, জোড়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এহতেশামুল হক প্রমুখ।

 

 বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে


মন্তব্য
জেলার খবর