পাবনার আটঘরিয়ার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মোল্লাকে (৭৫) শনিবার সকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা নামাজ হয়। পরে তাকে রামচন্দ্রপুর ও ভজেন্দ্রপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
এর আগে শুক্রবার (৩ নভেম্বর) সন্ধা পৌনে সাতটার সময় তিনি মারা যান। উপজেলার দেবোত্তর গ্রামের বাসিন্দা আলাউদ্দিন মোল্লা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা, বিশিষ্ট সমাজ সেবক, রাজশাহী বেতার ও বিটিবির নিবন্ধিত গীতিকার ছিলেন। স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে রয়েছে তার।
এদিকে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা ও দাফনের সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রতিনিধি আওরঙ্গ জেব বাবলু, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হকসহ বীর মুক্তিযোদ্ধারা।
বিডি/এএইচ/সি/এমকে