হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করল বাংলাদেশের নারীরা। ব্যাটারদের ব্যর্থতার
কারণে বড় স্কোর করতে পারেনি মেয়েরা। মাত্র ৮০ রানে থামে টাইগ্রেসদের ইনিংস। জবাবে ব্যাট
করতে নেমে শনিবার ২৪.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের দ্বার প্রান্তে পৌঁছে যায় পাকিস্তান।
৫৯ বলে ৩৫ রানের অপরাজিত ইনিংসে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন পাক অধিনায়ক নিদা
দার। বাংলাদেশের পক্ষে ৩০ রান খরচায় ৩ উইকেট নেন আলিয়া রিয়াজ।
এদিন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস ভাগ্য পক্ষে ছিল লাল-সবুজের মেয়েদের।
এজন্য প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ ক্যাপ্টেন। দেশের মাটিতে প্রথম ব্যাট
করার সুবিধা নিতে পারেনি। এক সাদিয়া ইকবালের ঘূর্ণিতেই পর্যুদস্ত টপ অর্ডার। শামীমা
সুলতানা ৬, ফারজানা হক ৮ আর সোবানা মোস্তারি রান তোলার আগেই সাদিয়ার শিকার হয়ে সাজঘরে
ফেরেন।
দলীয় ১৫ রানে তিন ব্যাটারকে হারিয়ে শুরুতে চাপে পড়ে লাল সবুজের প্রতিনিধিরা।
সে বিপর্যয় থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি জ্যোতিরা। সাদিয়ার সাথে উইকেট উৎসবে যোগ দিয়ে
টাইগ্রেসদের ৩১.৫ ওভারের মধ্যেই মাত্র ৮১ গুঁড়িয়ে দেয় পাকিস্তানের বাকি দুই স্পিনার
উম্মে হানি ও নিদা দার। বাংলাদেশের হয়ে ৩৭ খরচায় সর্বোচ্চ ১৮ রান করেন ফাহিমা খাতুন।
২১ বলে ১৪ রান আসে রিতু মনির ব্যাট থেকে। ৩২ বলে ১৩ রান করে অধিনায়ক নিগার সুলতানা
জ্যোতি। বাকিদের কেউ দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেনি।
১৩ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট তুলে নেন সাদিয়া। উম্মে হানি ও নিদার দার
নেন ৩টি করে উইকেট।
৫০ ওভারের ম্যাচে সংগ্রহটা এতই স্বল্প ছিল যে ঠিকঠাক লড়াই করার সুযোগও পায়নি
বাংলাদেশের বোলাররা। যদিও চেষ্টা করে গেছেন স্পিনার নাহিদা আক্তার। সিদরা আমিন (৭)
ও বিসমাহ মারুফকে (৩) দ্রুতই সাজঘরে ফিরিয়েছিলেন তিনি। ওপেনার সাদাফ শামাস রান আউট
হয়েছিলেন। তাতে ২৭ রানের মধ্যে ৩ উকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল পাকিস্তান।
কিন্তু একপ্রান্ত আগলে রেখে টাইগ্রেস বোলারদের প্রতিহত করে যান পাক অধিনায়ক
নিদা। তাকে সঙ্গ দিতে আসা মুনিবা আলীকে (৬) ফাহিমা খাতুন বোল্ড করেন। আর আলিয়া রিয়াজকে
(১৬) সাজঘরে ফেরান নাহিদা। কিন্তু ফেরার আগে নিদার সঙ্গে ২৮ রানের জুটি গড়ে দলের জয়
অনেকটা নিশ্চিত করে নেন আলিয়া। শেষদিকে নাজিয়া আলভিকে নিয়ে জয় তুলে নেন নিদা।
এর আগে চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে ২-১ ব্যবধানে
হারিয়েছিল বাংলাদেশ। ৭ নভেম্বর দ্বিতীয় আর ১০ নভেম্বর তৃতীয় ও শেষ ম্যাচটি খেলবে দু’দল।