নতুন জাতের গমে উৎপাদন বেশি

১৬ মার্চ ২০২১

নতুন উদ্ভাবিত জাত, যেমন বারি গম-৩৩সহ আরও কয়েকটি জাত ব্লাস্ট রোগ প্রতিরোধী ও
উচ্চ ফলনশীল। এই সব জাতের মাধ্যমে দেশে গমের চাষ ও উৎপাদন বহুগুণে বৃদ্ধি পাবে বলে
আশা প্রকাশ করছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।সোমবার (১৫ মার্চ) দিনাজপুরের
নশিপুরে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে গম ও ভুট্টার চলমান গবেষণা মাঠ
পরিদর্শন শেষে এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, দিন দিন দেশে গমের চাহিদা বৃদ্ধি পাচ্ছে।কিন্তু আবহাওয়া গম চাষের জন্য খুব
উপযোগী না হওয়ায় চাহিদা অনুযায়ী দেশে গম উৎপাদন করা সম্ভব হয় না। তাছাড়া দেশে
গমের অনেক জাত আগে জনপ্রিয় হলেও সহজেই সেগুলো ব্লাস্টসহ নানা রোগে আক্রান্ত হতো।
প্রসঙ্গত, ২০১৬ সালে বাংলাদেশে প্রথম ব্লাস্ট রোগ দেখা দেয়। ব্লাস্টে আক্রান্ত ফসলের উৎপাদন
শতকরা ২৫-৩০ ভাগ হ্রাস পায়।
এমকে


মন্তব্য
জেলার খবর