মন্তব্য
যান্ত্রিক ত্রুটির কারণে বাগেরহাটে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গেছে। রোববার (৫ নভেম্বর) সকালে উৎপাদন বন্ধ হয়ে যায়। এ নিয়ে চালুর পর গত ১০ মাসে ৮ম বারের মতো উৎপাদন বন্ধ হলো। তবে খুব দ্রুত আবারও উৎপাদন শুরু হবে বলে আশা করছেন কেন্দ্র সংশ্লিষ্টরা।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে এ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়েছিল। গত বছরের ১৭ ডিসেম্বর উৎপাদন শুরু হয় এ কেন্দের। এরপর ১৪ জানুয়ারি, ১৫ এপ্রিল, ২৩ এপ্রিল, ৩০ জুন, ১৬ জুলাই ৩০ জুলাই, ১৫ সেপ্টেম্বর উৎপাদন বন্ধ হয়।
বিডি/এন/এমকে