১২ দেশে পোশাক প্রত্যাহার সংক্রান্ত খবর মিথ্যা: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
০৫ নভেম্বর ২০২৩

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১২দেশের বাজার থেকে বাংলাদেশের নানা ব্র্যান্ডের তৈরি পোশাক তুলে নেওয়ার খবরটিকে মিথ্যা (ভুল) দাবি করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী . হাছান মাহমুদ। বলেছেন, এমন ভুল সংবাদ প্রকাশের জন্য সেই পত্রিকার কাছে জবাবদিহিতা চাওয়া হবে।

রোববার ( নভেম্বর) রাজধানী ঢাকায় সচিবালয়ে নিজ দফতরে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তথ্যমন্ত্রী।  বিএনপির অবরোধ কর্মসূচি নিয়েও এ সময় কথা বলেন তথ্যমন্ত্রী। বলেন, তারা তালেবান, ইসরায়েল স্টাইলে হামলা চালাচ্ছে। এখন অনলাইনে কর্মসূচি দিচ্ছে। এরা অবরোধের নামে মানুষের জানমালের উপর হামলা চালাচ্ছে। ইসরায়েলি বাহিনী এখন যেভাবে গাজায় হামলা করছে, একইভাবে বিএনপি-জামায়াত হামলা চালাচ্ছে। বিএনপি এখন আর রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী দল হিসেবে পরিচিত হয়ে গেছে। সন্ত্রাসী দলকে আইনের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর।

 

বিডি/ই/এমকে

 


মন্তব্য
জেলার খবর