মন্তব্য
পাবনার চাটমোহরে বিলে পেতে রাখা অবস্থায় ৭০ পিস চায়না দুয়ারি ও ২ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসব জালের বাজার মূল্য একত্রে আনুমানিক ৫ লক্ষাধিক টাকা। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী এসব জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ।
রোববার (৫ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোছা. তানজিনা খাতুন জালগুলো পুড়িয়ে ধ্বংসের আদেশ দেন।
এর আগে ডিকসির বিল থেকে জালগুলো আটক করা হয়। বিলপাড়েই জালগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা আব্দুল মতিন সাংবাদিককে জানান, নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়।
বিডি/সি/এমকে