চাটমোহরে ছাত্রীদের মাঝে আড়াইশ‘ চারা বিতরণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২৩

পাবনার চাটমোহরে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে আড়াইশ’ গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে। রোববার (৫ নভেম্বর) বিদ্যালয়টির আঙ্গিনায় চারা বিতরণ করেন স্থানীয় সংগঠন অবসরপ্রাপ্ত চাকুরীজীবি কল্যাণ পরিষদের লোকজন।

এদিকে চারা বিতরণে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন- চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, প্রবীণ শিক্ষক অলোক কুন্ডু, প্রবীণ শিক্ষক মো. আব্দুল গফুর, চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর, কে, এম, আব্দুর রব মিঞা, উপসহকারি কৃষি কর্মকর্তা মো. আবু সাইদ প্রমুখ। সঞ্চালনায় ছিলেন অবসরপ্রাপ্ত চাকুরীজীবি কল্যাণ পরিষদের সদস্য সচিব সাপ্তাহিক চাটমোহর বার্তা পত্রিকা সম্পাদক এস. এম. হাবিবুর রহমান।

 

বিডি/সি/এমকে


মন্তব্য
জেলার খবর