পঞ্চগড়ের মাঠে দুলছে কৃষকের স্বপ্ন

সম্রাট হোসাইন,পঞ্চগড়:
০৫ নভেম্বর ২০২৩

পঞ্চগড় জেলার দিগন্ত জুড়ে খোলা মাঠে আমনের আবাদ। ধানে শীষে দুলছে কৃষকের স্বপ্ন। আর কয়েকদিন পরেই ঘরে উঠবে নবান্নের ধান। গত বছরের চেয়ে বছর আশাতীত ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, জেলায় এবার লাখ ১০ হাজার হেক্টর লক্ষ্যমাত্রা ধরা হলেও আমন আবাদ হয়েছে লক্ষ ২৫ হাজার হেক্টর জমিতে। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে লক্ষ ১০ হাজার ৯৩৯ মেট্রিক টন। চাল উৎপাদন লক্ষ্যমাত্রা লক্ষ ৪০ হাজার ৬২৬ মেট্রিকটন।

 

এদিকে কৃষক জানিয়েছে, বিভিন্ন প্রকার দূর্যোগের সঙ্গে পোকা মাকড়ের উপদ্রবে একাধিকবার দিতে হয়েছে কীটনাশক। এতে বেড়ে গেছে উৎপাদনের খরচ। তাছাড়া ইউনিয়ন উপসহকারি কৃষি কর্মকর্তাদের কাছে থেকে সময় মতো সহযোগিতা পাওয়া যায়নি।

ডাবরভাঙ্গা এলাকার কৃষক নুর ইসলাম বলেন, গত বছরের তুলনায় এবারে ধান ক্ষেতে পোকা-মাকড়ের উপদ্রব বেশি ছিল। এতে কীটনাশক দিতে হয়েছে চার বার। তারপরও আশানুরূপ ফলন ঘরে তোলার আশা রয়েছে তার। কাকপাড়া এলাকার কৃষক জুয়েল বলেন, আমন ধানে এবার গত বছরের চেয়ে বিঘায় দুই হাজার টাকা বেশি খরচ হবে। ধানের দাম ঠিকঠাক পেলে কোন মতে খরচ গুলো উঠে আসবে।

কৃষি সম্প্রসারণ অধিদফতর পঞ্চগড়ের উপপরিচালক মো. রিয়াজ উদ্দিন জানান, চলতি আমন মৌসুমে সঠিক সময়ে ভালমানের বীজ রোপন, সারের ব্যবহার,নিয়মিত আমন ধানের ক্ষেত পরিদর্শন করা হয়েছে। পোকামাকড় দমনে কৃষককে উদ্বুদ্ধ করাসহ নানা ধরণের পরামর্শ দেওয়া হয়েছে। ফলে কৃষকরা তাদের কাঙ্খিত ফসল অর্জন করতে পারবেন। এর মধ্যে শতাংশ জমির ধান কাটা হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকলে আগামী ২০-২৫ দিনের মধ্যে ধান কাটা শেষ হবে বলেও জানান তিনি।

 

বিডি/সি/এমকে


মন্তব্য
জেলার খবর