নওগাঁর রাণীনগর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ। রোববার (৫ নভেম্বর) বেলা ১১টায় থানার অফিস রুমে মতবিনিময় করেন তিনি।
মতবিনিময়কালে মাদক, জুয়া, সন্ত্রাস, বাল্যবিয়ে রোধসহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সাংবাদিকরা পরষ্পরকে সহযোগিতা করার আশ্বাস দেন। এসব বিষয়ে গঠনমূলক আলোচনা করেন। ওসি সার্বিক সহযোগিতা কামনা করেন উপজেলাবাসীর।
সভায় রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি ওহেদুল ইসলাম মিলন, সাবেক সভাপতি এসএম সাইফুল ইসলাম ও অরুন বোস, সহসভাপতি কাজী আনিছুর রহমান, সাধারণ সম্পাদক শাহরুখ হোসেন আহাদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কোষাধক্ষ্য শাহাজুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক সুকুমল কুমার প্রামানিক, রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা ও থানার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি/সি/এমকে