মন্তব্য
নির্বাচন কমিশনের (ইসি) মুখপাত্র হিসেবে ইসি সচিব মো. জাহাঙ্গীর আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে এখন থেকে গণমাধ্যমের প্রতিনিধির সঙ্গে ইসি সচিব ছাড়া কেউ কথা বলবেন না।
রোববার (৫ নভেম্বর) এ সংক্রান্ত একটা আদেশ জারি করেছে ইসির জনসংযোগ বিভাগ। এতে বলা হয়েছে, নির্বাচন কমিশন (কার্যপ্রণালী) বিধিমালা, ২০১০ এর বিধি ১১ (৩) এর আলোকে ইসি সচিব মো. জাহাঙ্গীর আলমকে মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে।
সংবিধান অনুযায়ী একাদশ জাতীয় সংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৮ জানুয়ারি। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী সংসদের পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন করতে হবে। সে হিসাবে ৩১ অক্টোবর থেকে নির্বাচনের দিনক্ষণ গণনা শুরু হয়েছে।
বিডি/এন/এমকে