মন্তব্য
রাজনৈতিক কারণে নয়, অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ায় বিএনপি নেতাদের গ্রেফতার করা হচ্ছে। রোববার (৫ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। রাজধানী ঢাকায় সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের করিডোরে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিএনপির নেতাদের গ্রেফতারের সঙ্গে রাজনীতির কোনো সংশ্লিষ্টতা নেই।
প্রসঙ্গত, বিএনপির ডাকা মহাসমাবেশ ও এরপর সহিংসতার ঘটনায় গত ২৮ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ৮৯টি মামলা হয়েছে। এতে বিএনপি’র ২ হাজার ১৭২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বিডি/এন/এমকে