কক্সবাজার সমুদ্রসৈকতের নিকটেই নির্মান করা হয়েছে এশিয়ার বৃহত্তম দৃষ্টিনন্দন
আইকনিক রেলস্টেশন। ঝিনুকের আদলে গড়ে তোলা হয়েছে এর অবকাঠামো। রেলস্টেশনের সাথে রাখা
হয়েছে উন্নত মানের হোটেল, শপিংমল, কনভেনশন সেন্টার, রেস্টুরেন্ট, শিশু যত্নকেন্দ্র,
লাগেজ রাখার লকারসহ অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা।
দৃষ্টি নন্দন এ রেল স্টেশনটি পর্যটকদের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে। বাইরের
দেশের পর্যটকরা এটি ভূয়সী প্রসংশা করেছেন।
এ স্টেশনের স্থপতি মো: ফয়েজ উল্লাহ বলেছেন, ‘কক্সবাজার রেলস্টেশন ডিজাইন
করার সময় একটা অনুপ্রেরণা নিয়েছি। ঝিনুক ও শামুকের গঠনটা বাহিরে থাকে, আর বাকি শরীরের
অংশটুকু ভেতরে আবৃত থাকে। আমরা সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে পুরো রেলস্টেশনটাকে একটা
ছাউনি দিয়ে ঢেকে দিয়েছি।’
তিনি আরো বলেছেন, এখন রেলস্টেশন শুধু যাত্রী যাওয়া-আসার জন্য নয়। এখানে
আর্থসামাজিক ও সাংস্কৃতিকভাবে টেকসই করার জন্য নানাধরনের ব্যবহারকে সংমিশ্রণ করা হয়।
পর্যটকদের জন্য বিভিন্ন ধরনের সুবিধা, রেস্টুরেন্ট, ফুডকোর্ট, মাল্টিপারপাস হল ও হোটেলের
ব্যবস্থা রয়েছে। সুতরাং এটি শুধু রেলস্টেশন নয়, বরং একটা ডেস্টিনেশন।
আরআই