ন্যু-ক্যাম্পে মেসিময় দিনে ওয়েস্কার বিরুদ্ধে দুর্দান্ত জয় তুলে নিল বার্সেলোনা। এদনি জোড়া গোল করে লিওনেল মেসি। এই জয়ের মাধ্যমে রিয়াল মাদ্রিদকে টপকে ফের লা লিগার শীর্ষ দুইয়ে ফিরল রোনাল্ড কোম্যানের দল।
সোমবার লা লিগায় ঘরের মাঠে ওয়েস্কাকে ৪-১ গোলে হারায় বার্সেলোনা। মেসি ছাড়া বাকি দুই গোল করেন আন্তোইন গ্রিজম্যান ও অস্কার মিনগেসার। প্রতিপক্ষের হয়ে একটি গোল শোধ করেন রাফা মির।
বার্সার দুর্দান্ত জয়ের এ ম্যাচে অনন্য রেকর্ড গড়লেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ক্লাবের ইতিহাসে চাভি এরনান্দেসের সর্বোচ্চ ম্যাচের রেকর্ড স্পর্শ করলেন ছয়বারের বর্ষসেরা ফুটবলার। সব প্রতিযোগিতা মিলিয়ে দুজনের ম্যাচ এখন ৭৬৭।
রেকর্ড ছোঁয়ার ম্যাচের ১৩ মিনিটেই গোলের দেখা পান মেসি। প্রতিপক্ষের ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে গোলটি করেন বার্সা অধিনায়ক। পরের গোলটি করেন ম্যাচের পরবর্তী অর্ধে।