দেশে এসেছে ভারতীয় ডিমের প্রথম চালান

নিজস্ব প্রতিবেদক
০৬ নভেম্বর ২০২৩

ভারতীয় ডিমের প্রথম চালান দেশে এসেছে, প্রতিটি ডিমের দাম পড়েছে টাকা ২৩ পয়সা। এর মধ্যে শুল্ক টাকা ৮০ পয়সা রয়েছে। প্রথম চালানে এসেছে ৬১ হাজার ৯৫০টি ডিম।

সোমবার (৬ নভেম্বর) যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ট্রাকে এ ডিম বাংলাদেশে ঢুকেছে।

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট সূত্রে জানা গেছে, প্রথম চালানে আসা প্রতিটি ডিমের আমদানি মূল্য টাকা ৪৩ পয়সা। এর সঙ্গে শুল্কসহ যুক্ত হয়েছে ভারতীয় অংশের পরিবহণ খরচ। সবমিলে দাম পড়েছে টাকা ২৩ পয়সা। দেশের অভ্যন্তরে পরিবহণ খরচসহ অন্যান্য খরচ যোগ হবে এর সঙ্গে।

বাজারে ডিমের দাম নিয়ন্ত্রণে আমদানির সিদ্ধান্ত নেয় সরকার।  এর পরিপ্রেক্ষিতে গত ১৮ সেপ্টেম্বর প্রথম দফায় ৪টি প্রতিষ্ঠানকে, পরে আরও দুই ধাপ মিলে মোট ১৫টি প্রতিষ্ঠানকে ১৫ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়।

ঢাকায় বর্তমানে প্রতি ডজন ডিম ভোক্তা পর্যায়ে ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, আমদানির ডিম দেশে আসায় এখন দাম কিছুটা কমে আসতে পারে। এ কম দাম ধরে রাখতে ডিম আমদানির ধারাবাহিতা প্রয়োজন।

 

বিডি/ই/এমকে

 


মন্তব্য
জেলার খবর