পঞ্চগড়ে নিজের বাড়ির সেপটিক রিংয়ের ভিতর থেকে চিন্তা রানী (৬৬) নামের এক বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ নভেম্বর) বিকালে দেবীগঞ্জ পৌর এলাকার মধ্যপাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নাতি জীবন, সৎ ছেলে নেপাল, মেয়ে জামাই মুকুলকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।
চিন্তা রানী একই এলাকার মৃত ধরনি বিশির স্ত্রী। তিনি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ দিন ধরে নিখোঁজ ছিলেন চিন্তা রানী। প্রতিবেশিসহ তার আত্মীয়-স্বজন অনেক খোঁজাখুঁজি করেন। এরই মধ্যে সোমবার তার বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে পুলিশে খবর দেন স্থানীয়রা।
পরে সংশ্লিষ্ট কাউন্সিলরসহ স্থানীয়দের উপস্থিতিতে টিউবওয়েল পাশে সেপটিক রিংয়ের ভিতর থেকে লাশটি উদ্ধার করা হয়। দেবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহমেদ জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বিডি/সম্রাট হোসাইন/সি/এমকে