পাবনার চাটমোহরে মিছিল, শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (৬ নভেম্বর) শহরের জারদিস মোড়ে এ সমাবেশ হয়। তার আগে শহরের পুরাতন বাজারে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় থেকে মিছিলটি বের হয়।
বিএনপি-জামায়াতের হত্যা, দেশবিরোধী ষড়যন্ত্র ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে এবং ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীতকরণে লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলামের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাস থেকে এ তথ্য জানা গেছে।
জারদিস মোড়ে শান্তি ও উন্নয়ন সমাবেশে সভাপতিত্ব করেন পৌর
আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়া। বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল
ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, পাবনা জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন প্রমুখ। সমাবেশ সঞ্চালনায় ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হায়াত মোহাম্মদ কামাল জুয়েল মির্জা।
বিডি/সি/এমকে