জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী
খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়েছে। সোমবার (১৫ মার্চ)
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করেন। এই বিষয়ে প্রজ্ঞাপন
জারি করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ
কর্মকর্তা শরীফ মাহমুদ অপু।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ঢাকায় নিজ বাসায় চিকিৎসা গ্রহণ এবং বিদেশে না যাওয়ার শর্তে
খালেদা জিয়ার দণ্ডাদেশ ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। এর আগে ৩ মার্চ খালেদা জিয়ার
দণ্ড স্থগিতের মেয়াদ বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেন তার ছোট ভাই শামীম
ইসকান্দার।
প্রসঙ্গত, বিএসএমএমইউতে চিকিৎসাধীন থাকা দণ্ডপ্রাপ্ত আসামি খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে
মুক্তি দেয় সরকার। এরপর থেকে তিনি গুলশান ২-এর ৭৯ নম্বর রোডের ১ নম্বর বাড়ি ফিরোজায়
বসবাস করছেন।
এমকে