নাশকতাকারীকে ধরিয়ে দিলে পুরস্কার ২০ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক
০৬ নভেম্বর ২০২৩

অবরোধে যারা যানবাহনে আগুন দিচ্ছে পেট্রোলবোমা মারছে, তাদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এ  ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

সোমবার ( নভেম্বর) ডিএমপির সঙ্গে পেট্রোল পাম্প মালিক সমিতির নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত এক মতবিনিময় সভায় ঘোষণা দেওয়া হয়।

ডিএমপি কমিশনার বলেন, বিভিন্ন স্থানে যারা গাড়িতে আগুন দিচ্ছে, পেট্রোলবোমা মারছে, সহিংসতা নাশকতা করছে- তাদের মধ্যে অনেককে হাতেনাতে গ্রেফতার করেছে  পুলিশ। তাদের ধরিয়ে দিয়েছেন অনেক প্রত্যক্ষদর্শী স্থানীয়রা।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর