অপরাধ ছাড়া কাউকে গ্রেফতার করছে না পুলিশ

নিজস্ব প্রতিবেদক
০৬ নভেম্বর ২০২৩

কোনো অপরাধ ছাড়া পুলিশ কাউকে গ্রেফতার করছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেছেন- ভিডিও ফুটেজে দেখে, সুনির্দিষ্ট অভিযোগ গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতেই কেবল গ্রেফতার করা হচ্ছে।

সরকার বিরোধীদের আন্দোলন চলা অবস্থায় গ্রেফতার প্রসঙ্গে গণমাধ্যমকে দেওয়া এ সাক্ষাৎকারে বিষয়টি জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধান বিচারপতির বাড়িতে ঢোকা, বিচারকদের জাজেজ কোয়ার্টারে ঢিল ছোড়া, পুলিশ আনসার বাহিনীর সদস্যদের পিটিয়ে হত্যা –এ সবের ভিডিও ফুটেজ দেখেই জড়িতদের ধরা হচ্ছে। যারা এসবের নেতৃত্ব দিচ্ছেন, তারা দায় অস্বীকার করতে পারবেন না। সেদিন মঞ্চে যারা বসেছিলেন, তারা দায় এড়াতে পারেন না।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর