মন্তব্য
কোনো অপরাধ ছাড়া পুলিশ কাউকে গ্রেফতার করছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেছেন- ভিডিও ফুটেজে দেখে, সুনির্দিষ্ট অভিযোগ ও গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতেই কেবল গ্রেফতার করা হচ্ছে।
সরকার বিরোধীদের আন্দোলন চলা অবস্থায় গ্রেফতার প্রসঙ্গে গণমাধ্যমকে দেওয়া এ সাক্ষাৎকারে বিষয়টি জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধান বিচারপতির বাড়িতে ঢোকা, বিচারকদের জাজেজ কোয়ার্টারে ঢিল ছোড়া, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের পিটিয়ে হত্যা –এ সবের ভিডিও ফুটেজ দেখেই জড়িতদের ধরা হচ্ছে। যারা এসবের নেতৃত্ব দিচ্ছেন, তারা এ দায় অস্বীকার করতে পারবেন না। সেদিন মঞ্চে যারা বসেছিলেন, তারা দায় এড়াতে পারেন না।
বিডি/এন/এমকে