প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ বৈঠকের আলোচনার বিষয়ে কোনো পক্ষই কথা বলেনি।
সোমবার (৬ নভেম্বর) রাজধানী ঢাকার পরীবাগ এলাকায় ঢাকা-৯ আসনের সংসদ-সদস্য সাবের হোসেন চৌধুরীর বাসায় এ বৈঠক হয়। বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বৈঠক শেষে বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি পিটার হাস। অন্যদিকে সাবের হোসেন চৌধুরীও তার বাসা থেকে বের হননি। এর আগে ৩ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন পিটার হাস। ‘রুদ্ধদ্বার’ এ বৈঠকের আলোচনা বিষয়ে গণমাধ্যমকে কিছু জানানো হয়নি।
বিডি/এন/এমকে