উন্নয়ন ও অগ্রগতির কোনও কিছুতেই পাকিস্তান বাংলাদেশের ধারে-কাছে নেই বলে দাবি
করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সোমবার (১৫ মার্চ) বিশ্ব ভোক্তা-অধিকার দিবস’র
আলোচনা সভায় এই দাবি করেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সভার
আয়োজন করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।
বাণিজ্যমন্ত্রী বলেন, গত ১২ বছরে দেশে অনেক উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত
পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য
জাতিসংঘের চূড়ান্ত স্বীকৃতি লাভ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের
অগ্রযাত্রায় এগিয়ে চলছে।
এই সময় ভোক্তার অধিকার বিষয়ে মানুষকে সচেতন করে তুলতে এবং সততার সঙ্গে দায়িত্ব
পালন করতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের আরও
সতর্ক থাকার আহবান জানান মন্ত্রী।
বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন— শিল্প সচিব কে
এম আলী আজম, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার
সাহা, এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মো. মুন্তাকিম আশরাফ প্রমুখ।
এমকে