চাটমোহরে সোতিঁবাধ অপসারণ, জাল পুড়িয়ে ধ্বংস

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২৩

পাবনার চাটমোহরে ডাকাতের ভিটা বিলে (কাটাগাঙ) দেওয়া সোঁতিজালের বেড়া অপসারণ করা হয়েছে। সেই সঙ্গে সোঁতিজাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট  ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোছা. তানজিনা খাতুনের আদেশে সোঁতিজালের বেড়া অপসারণ করা হয় ও জালটি জব্দসহ পোড়ানো হয়। তার আগে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল মতিন ও তার অফিসের লোকজনসহ পুলিশ সঙ্গে নিয়ে সেখানে অভিযান চালান তিনি।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, সোঁতিজাল দিয়ে মাছ শিকার মৎস্য আইনে নিষিদ্ধ, মাছ শিকারে ফিক্সড ইঞ্জিনচালিত নৌকার ব্যবহারও অবৈধ। পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে মাছ শিকার করা যাবে না। এসব কারণে সেখানে অভিযান চালানো হয়। সোমবার এ বিলের মাছ শিকারিদের এ বিষয়ে সচেতন করেছিল মৎস্য বিভাগ।

চাটমোহর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল মতিন জানান, সোঁতিজালের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

 

বিডি/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর