বাজার পরিস্থিতি স্বাভাবিক হবে ডিসেম্বরের শেষে

নিজস্ব প্রতিবেদক
০৭ নভেম্বর ২০২৩

দেশের বাজারে এখন নিত্যপণ্যের দামের যে ঊর্ধ্বগতি, সেটা স্বাভাবিক হতে পারে ডিসেম্বরের শেষ দিকে। নতুন উৎপাদিত পণ্য বাজারে আসলে বাজার পরিস্থিতি স্বাভাবিক হবে।

মঙ্গলবার ( নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। রাজধানী ঢাকায় সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

বাণিজ্য সচিব আরও জানান, নতুন উৎপাদিত পণ্য বাজারে আসার আগে আমদানির পণ্য বাজারে প্রবেশ করলে আলু, পেঁয়াজ, ডিমসহ যেসব পণ্যের দাম অতিরিক্ত বেড়েছে, সেটা কমতে শুরু করবে। দ্রব্যমূল্য কমাতে চেষ্টা করা হচ্ছে। বাজার মনিটরিংয়ের কারণেই দাম কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। নাহলে আরও বাড়তো বলে মনে করেন তিনি।

দাম বৃদ্ধির কারণ প্রসঙ্গে বাণিজ্য সচিব বলেন, মৌসুমটায় বাজারে স্টক থাকে না। কৃষকের চেয়ে মধ্যস্বত্বভোগীর কাছে পণ্য থাকে। কারণে দাম বাড়ে।

 

বিডি/ই/এমকে

 


মন্তব্য
জেলার খবর