সদ্যসমাপ্ত লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনে উপনির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত করা হয়েছে। আরপিও নতুন সংশোধনী অনুযায়ী অনিয়মের অভিযোগে এ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৭ নভেম্বর) রাজধানী ঢাকার আগারগাঁওস্থ নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিশন সচিব জাহাংগীর আলম। তিনি বলেন, সেখানকার অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে ইসি। তদন্তের রিপোর্ট পেয়ে এ বিষয়ে (গেজেট) সিদ্ধান্ত হবে।
আরপিও নতুন সংশোধনী অনুযায়ী (৯১এএ) রিটার্নিং অফিসার ফলাফল ঘোষণার পরেও কোনও ব্যক্তি সংক্ষুব্ধ হলে বা যৌক্তিক তথ্য-উপাত্ত ইসির নজরে আসলে ওই আসনের গেজেট প্রজ্ঞাপন স্থগিত রেখে অভিযোগটি আমলে নেওয়ার সুযোগ আছে।
ইসি সচিব জানান, গণমাধ্যমের খবরে লক্ষ্মীপুরের একটি ও ব্রাহ্মণবাড়িয়ার একটি কেন্দ্রের তথ্য-উপাত্ত পাওয়া গেছে। সেটা বিশ্লেষণসহ সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা নির্বাচন অফিসারকে তদন্তের নির্দেশ দিয়েছে ইসি।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) সংসদীয় আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. শাহজাহান আলম নৌকা প্রতীকে ৬৬ হাজার ৩১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। আর লক্ষ্মীপুর-৩ উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে গোলাম ফারুক পিংকু ১ লাখ ২০ হাজার ৫৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে কয়েকটি কেন্দ্রে নৌকা প্রতীকে ওপেন ভোট নেওয়ার পাশাপাশি জালভোট দেওয়ার অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা। আর লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে অনিয়মের অভিযোগে এনে ভোট বর্জন করেন জাতীয় পার্টির মোহাম্মদ রাকিব হোসেন ও জাকের পার্টির শামছুল করিম খোকন।
বিডি/এন/এমকে