বিবৃতিতে কিছু আসে যায় না: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
০৭ নভেম্বর ২০২৩

কোন ইউনিয়ন, দেশ কী বিবৃতি দিলো তাতে কিছু আসে যায় না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন- অপরাধী-খুনি, খুনের বিচার কি করা যাবে না? জেলে পাঠানো যাবে না?

 

মুক্তিযোদ্ধা হত্যা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (৭নভেম্বর) আলোচনা সভায় বিএনপি নেতাদের গ্রেফতারের প্রসঙ্গে এ প্রশ্ন রাখেন।  রাজধানী ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ আলোচনা সভার আয়োজক ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

ওবায়দুল কাদের বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন, অপরাধী ছাড়া কোনো নিরীহ লোক যেন ধরা না পড়ে, সেটা আমি খেয়াল রাখব। কেননা এতে বদনাম হয়, বদনাম আমরা ঘাড়ে নেব কেন?

 

ওবায়দুল কাদের জানান, ২৮ অক্টোবর শেখ হাসিনার পতন নয়, বিএনপির স্টেজেরই পতন হয়ে গেছে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী আলোচনা সভায় সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

 

বিডি/আরডি/এমকে

 


মন্তব্য
জেলার খবর