ভার্চুয়ালি চলবে হাইকোর্ট ও আপিল বিভাগের বিচার

১৮ জানুয়ারী ২০২২

বুধবার (১৯ জানুয়ারি) থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে ভার্চুয়ালি উপস্থিতির মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনা হবে। দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নির্দেশক্রমে মঙ্গলবার (১৮ জানুয়ারি)  এ বিষয়ে জারি করা পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি দুটিতে বলা হয়েছে,  এক্ষেত্রে আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ এবং এ সংক্রান্ত জারিকৃত প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করা হবে। এর আগে সকালে এক মামলার শুনানিকালে প্রধান বিচারপতি বলেন, হাইকোর্টের ১৩ জন বিচারপতি ও নিম্ন আদালতের ৩৬ জন বিচারকসহ অনেক স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। হয়তো আবার ভার্চুয়াল কোর্টে ফিরে যেতে হবে আমাদের, বিষয়টি সিরিয়াসলি ভাবছি। ভার্চুয়াল কোর্টে মামলা নিষ্পত্তি কম হয় না বলেও জানান তিনি।

এমকে


মন্তব্য
জেলার খবর