সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতারা মতবিনিময় সভা করেছেন। বুধবার (৮ নভেম্বর) দুপুরে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের লেকভিউ কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা হয়।
আগামী ১৩ নভেম্বর খুলনায় আওয়ামী লীগের জনসভায় যোগদানের ও ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধান মন্ত্রী শেখ হাসিনার। এ জনসভা সফল করার জন্যই এ সভা করেন তারা।
জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আ.লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আ ফ ম রুহুল হক, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য বাবু নির্মল কুমার চ্যাটাজী, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, জেলা আলীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবু, তালা উপজেলা আ.লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, কলারোয়ার উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মদ স্বপন প্রমুখ।
বিডি/কিশোর কুমার/সি/এমকে