সাতক্ষীরায় আ'লীগ নেতাদের মতবিনিময় সভা

সাতক্ষীরা প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৩

সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতারা মতবিনিময় সভা করেছেন। বুধবার (৮ নভেম্বর) দুপুরে  জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের লেকভিউ কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভা হয়।

আগামী ১৩ নভেম্বর খুলনায় আওয়ামী লীগের জনসভায় যোগদানের ও ভাষণ দেওয়ার কথা রয়েছে  প্রধান মন্ত্রী শেখ হাসিনার। এ  জনসভা সফল করার জন্যই এ সভা করেন তারা। 

জেলা আওয়ামী লীগের সভাপতি কে ফজলুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় .লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য রুহুল হক, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য বাবু নির্মল কুমার চ্যাটাজী,  সাতক্ষীরা- আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, জেলা আলীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবু, তালা উপজেলা আ.লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, কলারোয়ার উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মদ স্বপন প্রমুখ।

 

বিডি/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর