দ্বাদশ সংসদ নির্বাচনে একতরফা তফসিল ঘোষণা করা হলে কঠোর কর্মসূচি দেবে বাম জোট। তফসিল ঘোষণার দিন তাদের পক্ষ থেকে হবে দেশব্যাপী বিক্ষোভ। পরদিন থেকে লাগাতার হরতাল-অবরোধের ডাক দেওয়া হবে।
বুধবার (৮ নভেম্বর) কমিউনিস্ট পার্টি মুক্তি হলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান বামজোটের নেতারা। সংবাদ সম্মেলনে জানানো হয়, ১০ নভেম্বর থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশব্যাপী বাম জোটের পক্ষ থেকে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত থাকবে।
সংবাদ সম্মেলনে বলা হয়, সরকারের একগুঁয়েমি মনোভাবের কারণে রাজনীতিতে সংঘাত-সহিংসতাসহ মৃত্যুর সংখ্যা বাড়ছে। এটা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। রাজনৈতিক সংকটের পাশাপাশি দেশে এখন অর্থনৈতিক সংকটও চরমে। সরকার সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে নিজেই সিন্ডিকেটের অংশ হিসেবে কাজ করছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘাত-সহিংসতার ঘটনায় সরকার ও বিরোধী দল পরস্পরকে দোষারোপ করছে। এতে প্রকৃত সত্য উদ্ঘাটনে বিঘ্ন সৃষ্টি হয়েছে, জনগণ বিভ্রান্ত। ওই দিনের সংঘাত-সংঘর্ষের ঘটনায় সরকারের রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত নিরপেক্ষ বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা দেশবাসীর সামনে তুলে ধরা ও দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানায় বামজোট ।
সংবাদ সম্মেলনে কমিউনিস্ট পার্টির সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি/আরডি/এমকে