নির্বাচন পর্যবেক্ষণে তিন বিদেশি সংস্থার আগ্রহ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
০৮ নভেম্বর ২০২৩

এখন পর্যন্ত তিনটি আন্তর্জাতিক সংস্থা দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ প্রকাশ করেছে। বিদেশি সংস্থার ক্ষেত্রে পর্যবেক্ষণ বিষযে  আবেদনের সময় রয়েছে নির্বাচন আগামী ২১ নভেম্বর পর্যন্ত ।

তিন সংস্থার আগ্রহ প্রকাশ করার কথা  বুধবার ( নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিজ্ঞপ্তি অনুযায়ী সংস্থা তিনটি হচ্ছে- ইউরোপিয়ান ইউনিয়ন, কমনওয়েলথ ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)

এ তিনসংস্থার মধ্যে কমনওয়েলথের প্রাক নির্বাচনী মূল্যায়ন দলের (প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট মিশন) সঙ্গে ইসির সভা করা দিন নির্ধারিত হয়েছে আগামী ১৯ নভেম্বর। বাকি দুটি সংস্থা থেকে ইতোমধ্যেই নির্বাচন কমিশনের সঙ্গে সভা হয়েছে।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর