বিএনপিকে রুখতে হবে: খাদ্যমন্ত্রী

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৩

 

বিএনপি- জামাতের রাজনীতি নিষিদ্ধ করা উচিত বলে মনে করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তার মতে, যে দল (বিএনপি) আগুন সন্ত্রাস করে; হাসপাতালে আগুন দেয়; অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেয়, তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই। এদেরকে রুখতে হবে।

বুধবার ( নভেম্বর) নওগাঁর সাপাহারে বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত জনগণের সাথে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন। দিঘীরহাট কলেজ মাঠ প্রাঙ্গণে এ মতবিনিময় সভার আয়োজন করে গোয়ালা ইউনিয়ন আওয়ামী লীগ।

বিএনপির উদ্দেশ্যে খাদ্যমন্ত্রী বলেন, আগুন সন্ত্রাস আর বিদেশিদের ওপর ভর করে এদেশে রাষ্ট্র ক্ষমতায় আসা যাবে না। বিএনপি ভোটে আসতে চায় না, কারণ তাদের কোন অর্জন নেই।

গোয়ালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে  মতবিনিময় সভায় সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান হোসেনসহ প্রমুখ বক্তব্য দেন। এর আগে উপজেলার চহেড়া আলাদীপুর উচ্চ বিদ্যালয়ের ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন মন্ত্রী।

বিডি/সি/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর