ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছেন বাবর আজম। তার জায়গাটি দখলে নিয়েছেন ভারতের ওপেনার শুবমান গিল। চলমান বিশ্বকাপে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এ রদবদল ঘটে। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম শীর্ষস্থানে রাজত্ব করেছে দুই বছর।
শীর্ষস্থানে জায়গা নেওয়া গিল ভারতের চতুর্থ ব্যাটার। তার আগে শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি এ গৌরব অর্জন করতে সক্ষম হয়।
চলতি বিশ্বকাপে ৬ ম্যাচে ২১৯ রান করেছেন গিল। টুর্নামেন্টে ৫৪৩ রান করে কুইন্টন ডি কক ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আছেন তিন নম্বরে, গিলের সতীর্থ কোহলি রয়েছেন চারে।
এদিকে আঙুলে চোট পাওয়া সাকিব আল হাসান এখনো অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষেই রয়েছেন। তবে এ র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। অজির এ অলরাউন্ডারের অবস্থান এখন ছয় নম্বরে।
বিডি/এস/এমকে