ধর্মীয় মূল্যবোধের শিক্ষা নেওয়ার পরামর্শ আইজিপির

১৬ মার্চ ২০২১

জঙ্গিবাদকে না বলে, শিক্ষার্থীদের সচেতনভাবে ধর্মীয় মূল্যবোধের শিক্ষা নেওয়ার পরামর্শ
দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। সোমবার (১৫ মার্চ) বাংলাদেশ
পুলিশ সার্ভিস ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে এই পরামর্শ
দেন।রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হয়। সভাপতিত্ব করেন
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সহসভাপতি ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রধান ডিআইজি
মাহবুবর রহমান।
আইজিপি বলেন, জঙ্গিবাদ ইসলামের শত্রু। জঙ্গিবাদের হাতে মুসলিম খুন হয়েছে, রক্তাক্ত হয়েছে।
তারা ইসলামের ক্ষতি করেছে। তাই জঙ্গিবাদ থেকে দূরে থাকতে ইসলামকে জানতে হবে। অনেক
বই রয়েছে, সেগুলো পড়তে হবে। তবে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দুলাইন
নিয়ে নয়, ইংরেজিসহ বিভিন্ন ভাষায় ধর্মীয় গ্রন্থ পাওয়া যায়, সেগুলো পড়তে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বেনজীর আহমেদ আরও বলেন, মাদক থেকে দূরে থাকো। তোমার ভেতরে
আত্মমর্যাদা থাকতে হবে, বাংলাদেশের নাগরিক হিসেবে তোমার অহংকার থাকতে হবে। আমরা
একটা প্রেস্টিজিয়াস দেশ। এটা মাথায় নিয়ে আমাদের চলতে হবে।
যৌথ পরিবারের সুবিধা প্রসঙ্গে আইজিপি বলেন, যৌথ পরিবার ভেঙে যাওয়াতে শিশুদের
একাকিত্ব বেড়েছে।যৌথ পরিবারের একটা সুবিধা ছিল- মুরব্বিদের কাছ থেকে অনেক
কাউন্সিলিং পেতো শিশুরা। এটা এখন হয় না।
এমকে


মন্তব্য
জেলার খবর